ওয়েবডেস্ক- আর একটা মাস। নভেম্বরেই বিহার নির্বাচন (Bihar Assemble Election) । তুঙ্গে ব্যস্ততা নির্বাচন কমিশনের (Election Commission) । দৃষ্টিহীনদের (Visually-Impaired Voters) জন্য ব্রেইলে (Braille) ভোটার স্লিপ (Voter Slip) ও ব্যালট পেপারের (Ballot Papers) ঘোষণা নির্বাচন কমিশনের। ইভিএম মেশিনে সাঁটানো ব্যালট পেপারও ব্রেইল লিপিতে ভোটকেন্দ্রগুলিতে পাওয়া যাবে।
বুধবার কমিশন জানিয়েছে, বিহারের দৃষ্টিহীন ভোটারদের ব্রেইলে ডামি ব্যালট পেপার এবং ভোটার স্লিপ প্রদান করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের নিয়মিত এবং ব্রেইল ভোটার তথ্য স্লিপ প্রদান করা হবে, যেখানে যাতে ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য থাকবে। কোনও সহযোগীতা ছাড়াই, যেকোনো দৃষ্টিহীন ভোটাররা এই শিট ব্যবহার করে ইভিএমের ব্যালট ইউনিটে ব্রেইল সুবিধা ব্যবহার করে নিজের ভোট দিতে পারবেন।
তবে নির্বাচন কমিশন এই প্রথম দৃষ্টিহীনদের ব্রেইল লিপি ব্যালট করছে এমনটা নয়।
১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার ৪৯এন বিধি অনুসারে, দৃষ্টিহীনরা ভোটকেন্দ্রে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য একজন সঙ্গীকে সঙ্গে নিতে পারেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘দিল্লির আবেগের সম্মান’, আতশবাজি মামলায় সুপ্রিম নির্দেশে কৃতজ্ঞতা রেখা গুপ্তার
প্রতিবন্ধী ভোটাররা ECINET-এর দিব্যাঙ্গ (সক্ষম) মডিউলে রেজিস্টার করে পরিবহন এবং হুইলচেয়ার সুবিধার জন্য অনুরোধ করতে পারেন। বিহারের ৯০,৭১২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে এই সুবিধাগুলি পাওয়া যাবে। ২৯২টি ভোটকেন্দ্র একচেটিয়াভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে।
বিহার নির্বাচন আগামী ৬ নভেম্বর ও ১১ নভেম্বর, গণনা ১৪ নভেম্বর।
দেখুন আরও খবর-